স ন্দী প ন রা য়
ভারত
ব্যারিটোন স্বরে ডেকে যায়
মেঘ,আকাশের কথা বলে।
অন্য নায়ক দূরে বহু দূরে,
তাঁর ছায়াতলে হেঁটে চলে।
রোম্যান্সে ভরা সুন্দর মুখ
নায়কের ট্রাডিশন,
দুমড়েমুচড়ে অ্যাঙ্গরি ইয়ং
সময়ের ইমোশন।
বুকের ভিতর জমছিল যত
আগুন, রক্ত, ক্ষোভ।
সেলুলয়েডের পরিত্রাণে
মনের ভীষণ লোভ।
মাথাটা ক্রমশ, ছয় ফুট নয়,
ছাড়িয়েছে বহু ক্রোশে।
বলিউডের তারারা সবাই
নতজানু আজও বসে।
তাঁর দুচোখে কাজলের মতো
স্বপ্ন এঁকেছি আমরা।
শুধু তাঁর নামে হাউসফুল আজও
বক্স অফিসের কামরা।
যে ছেলেটা পায়নি বিচার,
অভুক্ত, বঞ্চিত, পরাজিত,
প্রতিবাদে দেখি ছেলেটির বুকে
তাঁরই ছবি সঞ্চিত।
প্রজন্মের পর প্রজন্ম প্রেমিকা
চেয়েছে তাঁকে পেতে।
বদলে গিয়েছে সংজ্ঞা প্রেমের
তাঁর নির্বাক চাহনিতে।
হোলির তালে দুলেছে কোমর,
কলেজ ফেস্টে ফিট।
বেলবটম আর কান ঢাকা চুলে
আজও সুপারহিট।
বাড়িয়ে দুহাত আগে পিছে,
নাচের নতুন ছন্দে,
নৃত্যে মাতাল বৃদ্ধ শিশু কালের
সকাল সন্ধ্যে।
শাহেনশাহ তিনি ডিসিপ্লিনের,
শিখছি সারা জীবনটাই।
এ থেকে জেড বাড়ছে ক্রমশ,
বিগ বি শুধু একটাই।
বয়স তো কেবল সংখ্যা মাত্র,
হাসে অনন্ত বচপন...
কালজয়ী এক আবেগের নাম
অমিতাভ । তিনি বচ্চন।