top of page
Writer's pictureSambandh

কন্যামঙ্গল

দে বা ঞ্জ ন চ ক্র ব র্তী

ভারত


তোকে রেখে ফিরে যাচ্ছি নিজস্ব শহরে

সেখানে সবই আছে, সাজানো সংসার

আসলে কি যাচ্ছি আমি? থাকছি তোর সাথেই

উল্টো দিকে ছুটে যাচ্ছে ঘরবাড়ি, বাগান অপার

পুকুরের পিছুটান, হা হা করছে স্মৃতিভূমি, মাঠ...


জীবন এগিয়ে যায়, এতদূরে এসে

তোকে কেন একা ছাড়ি, ছাড়ে না যে মন

আমাদের ভালবাসে, ঈর্যা করে আত্মীয় স্বজন

অনুভবে উঠে আসে, নিশ্চিত আমি তোর পিতা

যদিও আমার কন্যা, আসলে তো সময়-বনিতা

আমাদের যাত্রাগুলি কবে থেকে হয়েছে পৃথক

আমি ফিরি গতিযোগে, তোর স্থিতি পথ।


প্রথম সন্তানের জন্ম আমাদের পিতামাতা করে

কালে কালে বাড়ে কন্যা দুজনের চার হাত ধরে

ঈশ্বরের সম্পন্ন রূপ, প্রথমে সে কন্যা হয়ে আসে

তার কাছে প্রার্থনা করি রূপ, জয়, যশ মহাকাশ

আদরিণী সংসারে সবার জন শুভ চিন্তা করে

তার জন্য খুলে রাখি অন্তরের গোপন আবাস।

33 views
bottom of page