সুধী,
Sambandh প্রযোজিত এই কাশফুল পত্রিকা র প্রতিফলন একটি সাধারণ পাঠকের চোখে -
পত্রিকার সম্পাদনা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর ভাবে যেন পঞ্চব্যঞ্জনে সাজানো এক থালা।
অনেকগুলি লেখা এবং ছবি সত্যিই প্রশংশনীয়। আমাদের অতিব্যস্ত জীবনযাত্রা থেকে সময় বার করে এতো সুন্দর সব পরিবেশনা - 'Hats Off'!
কোনো এক বিশেষ লেখা র বদলে সমগ্র পত্রিকা সম্বন্ধে লেখার কারণে আসি।
এই পরিবেশনা আমার প্রায় তিরিশ বছর পুরোনো এক স্মৃতি স্পর্শ করল। স্কুল জীবনে রামকৃষ্ণ আশ্রমের ছাত্রাবাসে আমাদের পুজোর আগে প্রত্যেক শ্রেণী থেকে একটা 'দেওয়াল পত্রিকা ' প্রকাশ করতে হতো। একটা প্রতিযোগিতাও থাকতো। উপরি হিসাবে ছুটিতে বাড়ি যাওয়ার আগে প্রথম দ্বিতীয় বা তৃতীয় পুরস্কারও পাওয়া যেত। কিন্তু পুরস্কারের থেকে ব্যাপারটা নিয়ে একটা উন্মাদনা থাকতো - যেমন ষষ্ঠ বা সপ্তম শ্রেণী যদি নবম দশম শ্রেণী কে হারিয়ে দেয় তো ব্যাপারই আলাদা!
বুঝতে পারছি এই পত্রিকার পিছনেও সেই উন্মাদনা আছে। আশা করি সেই উন্মাদনা বজায় থাকুক আর ভবিষ্যতে আরো বড়ো ফুটুক কাশফুল।
কাব্যিক