Hello,
I want to share my comment on Sunanda dasgupta's kobita : Jibon
কবি সুনন্দা দাশগুপ্ত জীবনের জটিল অঙ্ককে খুব সহজ ভাবে কবিতার মাধ্যমে কষে ফেলেছেন। মানুষের মনে এই প্রশ্ন যুগ যুগ ধরে চলে এসেছে - জীবনকে পরিপূর্ণ ভাবে বেঁচে নেওয়ার সত্যি কী কোন ফর্মুলা আছে ?
কবি এখানে বলেছেন
"জীবন মানে অতীত নিয়ে এগিয়ে চলা বর্তমানে"
এই কথাটির মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন , অতীত ভুলে এগিয়ে যাওয়া যায়না এবং অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে বর্তমানে প্রবেশ করতে হয়।
সর্বোপরি ,বেঁচে থাকার চাবিকাঠিটা তিনি দিয়েছেন কবিতার শেষ পর্যায়ে। তিনি বলেছেন
"ভবিষ্যতের কথা কেবল
জানেন অন্তর্যামী,
তাই নিয়ে ভাবনা করি
কেন তুমি-আমি?"
সত্যি তাই। আমরা বৃথাই ভবিষ্যতের চিন্তায় তঠস্থ হয়ে বিষাদগ্রস্থ, চিন্তান্বিত হয়ে থাকি আর বর্তমানে ভালো থাকতে পারি না। যা অনিবার্য , যা ভবিষ্যতে অপেক্ষা করছে তাকে আমরা শুধুমাত্র চিন্তার দারা কখনোই সমাধান করতে পারবো না।
"এমনি করেই যাক না কেটে।.."
এর মাধ্যমে কবি পাঠককে জীবনস্রোতে বয়ে যেতে আহ্বান জানিয়েছেন , বর্তমানের প্রতিটি মুহূর্তদের সাথে নিয়ে।
Regards,
Anjana Das