top of page
Writer's pictureSambandh

টিম কাশফুল - ১৪৩১

Updated: Oct 12

তৃণাদপি সুনীচেন তরোরিব সহিষ্ণুনা।

অমানিনা মানদেন কীর্তনীয়ঃ সদা হরিঃ

একটি আসমান্য কবিতা । কাশফুল একটি তৃণ বা ঘাস । অকিঞ্চিৎকর কিন্তু শরতে মনোমুগ্ধকর । এই ক্ষুদ্র প্রয়াসে যারা নিজেদের অনেকটা ব্যক্তিগত সময় দিয়েছে তাদের তাদের সহিষ্ণুতাকে কুর্নিশ জানাই । আরো কিছু কথা, আরো কিছু ছবি , অনেক কিছু ঘটে যাওয়া পৃথিবীতে সবাই তার গল্প নিজের মত বলতে চাই । অনেকবার বলা হয়ে গেছে জেনেও । তাই কেনো আরেকটি পত্রিকা সেই প্রসঙ্গ একেবারেই নেই । সুইডেনই নয় ভারত সহ অনেক জায়গা থেকেই লেখা এবং ছবি এসেছে । এসেছে আমন্ত্রিত লেখকদের লেখা । আমরা চাই , পরের বছর নতুন মুখ আসুক । এবং এই ট্র্যাডিশন চলতে থাকুক । ,

টিম কাশফুলের তরফে সবাইকে রইলো অনেক কাশফুল ।


পূষন - শীর্ষেন্দু - দেবমিতা - অরুণাভ

সুস্মিতা - মৌসম - জয়ন্ত - আনন্দ





48 views

Recent Posts

See All

Editorial

bottom of page