top of page
Writer's pictureSambandh

নদীর নাম কর্ণফুলী

Updated: Oct 12

শ্যা মা প্র সা দ লা হা

ভারত


নদীটির গায়ে হাত রেখে দেখি, ঈষৎ উষ্ণতায়

পাশ ফিরে শুয়ে আছে সৈকত; পড়ন্ত বিকেল

নৌকো-আবেশে জল-পাখিটির নখে পুলকিত।

মাঝিটিও বিশ্রামে; কেবল জাল হাতে দাঁড়িয়ে

মোক্তার আলী মাছেদের ফিসফিস শব্দ গোনে;

আনমনে বয়ে যায় হাওয়া, অস্পষ্ট দিগন্তে মেঘ;

কর্ণফুলীর বুকে প্রশান্তি; কেবলই বাড়ে জলের বেগ।

সব কোলাহল ঘরে গেলে নদী বসে প্রার্থনায়-

রক্তরাঙা সূর্য-স্নানে কর্ণ আসে মাঝের মানায়।

নির্জনতার পাঞ্চজন্য ব্যস্ততার অবসানে-

বিকেল-কথা নদীর বুকে কবচ-কুণ্ডল আনে।

তারপর আসে কুন্তী; বৃষ্টি- ফোঁটার অভিষেক;

কুরুক্ষেত্রের বিকেল দ্রৌপদী; কর্ণ শুধু বিবেক।

1 view
bottom of page