ব্লগ এ যদি সরাসরি বাংলায় লিখে দেওয়া যায়, সেটাই সবথেকে ভাল হয়, তাই না?
খুব একটা কঠিন নয়।
আপনার উইন্ডোস কম্পিউটার এ "Settings" এ গিয়ে প্রথমে "Time & Language" এ যেতে হবে। তারপর "Language & Region" এ গিয়ে "Add a language" করতে হবে।
"Bengali (India)" এই ভাষাটি আমাদের দরকার। এটি "install" করুন।
"install" হয়ে গেলে "Language & Region" থেকে "Bengali (India) " সিলেক্ট করুন।
"Language pack" আর "Basic Typing" দুটোই "install" করতে হবে।
এর পর আমাদের একটি বাংলা কিবোর্ড দরকার। "Bangla Phonetic" কিবোর্ড টা "add" করে নিন।
সব কাজ হয়ে গেলে এই রকম দেখতে হবে।
এরপর "Win + Spacebar" প্রেস করে আপনি বাংলা কিবোর্ড সিলেক্ট করতে পারবেন।
শুরু করে দিন বাংলায় ব্লগ লেখা !!
Comentarios