top of page
89asdr

বাড়ি আসেন ভগবতী

Updated: Oct 12

অ স্মি তা দে ব রা য় স র কা র

সুইডেন


পঞ্চমীর দিন দুপুরে কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি ফিরছিলো দিপু। ও জানে আজকের দিন টা মা এর সাথে থাকাটা খুব জরুরী। বেড়ার দরজাটা ঠেলে ঢুকতেই চোখে পড়লো মা মাচার পাশে বসে আর সামনে কিছু লোকজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে। মন দিয়ে সদ্য সাজানো দুর্গা প্রতিমার দিকে র্নিমেষ চোখে তাকিয়ে! বুঝলো দিপু আজ শেষ প্রতিমার যাবার পালা। মা চোখ ফেরালেন দিপুর দিকে, সেই চোখে চোখ রাখতেই দিপুর মনে হলো যেন চিকচিক করে উঠেছে চোখের কোণ। সারা শহর সেজে উঠছে মেয়ের বাপের বাড়ি ফেরার আনন্দে আর দিপুদের বাড়িতে আজ বিদায়ের সুর।


দিপুর মা এর হাতে বানানো শেষ প্রতিমার আজ যাবার পালা।


দিপুদের বাড়িতে মহালয়ার নয় অপেক্ষা চলে রথযাত্রার, যেদিন শুরু হয় দেবী প্রতিমা তৈরীর কাজ। সেজে ওঠে বাড়ির মেয়ে একটু একটু করে। পালায় পালায় বায়না চলে। আর পঞ্চমীর দিন ঘর ফাঁকা!


এগিয়ে এসে মাকে জড়িয়ে নেয় হাতের মধ্যে দিপু। বছর ষাট পেরোনো মা এর মুখের চামড়াগুলো যেন আরো একটু কোঁচকানো মনে হয় দিপুর। ওর মায়ের আরেক পরিচয়, সম্ভবত আসল পরিচয় তিনি শিল্পী। তার হাতে কাঠামো পায় মাটি খড়, তৈরী হন মৃন্ময়ী। প্রাণ পান মাটির পুতুল। দিপুর মা তৈরী করেন ঈশ্বরীকে। বাড়ি আসেন ভগবতী!


ছবি: সায়ন্তনী বসু দত্ত

17 views
bottom of page