সূ র্য্য শে খ র ব্যা না র্জী
সুইডেন
ফেলুদা আর প্রোফেসর শঙ্কুর ভক্তদের জন্য
পাশাপাশি |
১. শঙ্কুর পোষ্য বেড়াল , বিখ্যাত বিজ্ঞানী |
২. পুলক ঘোষালের ফাইট ডিরেক্টর, যিনি কিনা জাপান থেকে মার্শাল আর্টস শিখেছিলেন। প্রথম নাম ভিক্টর |
৬. শঙ্কুর খুব প্রিয় জার্মান বন্ধু, উইলহেল্ম ____ ? |
৭. ভবানন্দের চ্যালা, ভূপর্যটক ও বটে |
৯. মজুমদার বাবু দার্জিলিং এ থাকতেন , রিটায়ার্ড ব্যাঙ্ক ম্যানেজার , দুপুরে টফ্রানীল খেয়ে ঘুমোন ও রাত্রে জাগেন |
১০. শঙ্কুর এই ওষুধ টা কি covid এ কাজ দিতো? সামান্য সর্দি কাশি ছাড়া সবই সারাতে পারে এই ওষুধ |
১২. দার্জিলিংএর মজুমদার বাবু মৃত্যুর আগে খুনির নাম এর জাস্ট এই টুকুই লিখতে পেরেছিলেন |
১২. চৌধুরী বাবুর বাড়ির নাম কৈলাস, শব্দ নিয়ে খেলা করতে ভালোবাসতেন |
১৩. লখনৌ তে নিজের প্রাইভেট চিড়িয়াখানা ছিল এই দুর্ধর্ষ দুশমনের। গান না শুনে হিংস্র জানোয়ার দের আওয়াজ রেকর্ড করে শুনতে ভালোবাসতেন |
১৫. শঙ্কুর ভৃত্য |
১৬. মল্লিক বাবু ছিলেন এনিথিয়াম ইনস্টিটিউটে জটায়ুর ফেভারিট কবি |
১৭. গ্রেট মাজেস্টিক সার্কাস থেকে পালানো বাঘ , নিজের ট্রেনার ছাড়া কারোর কথা শোনে না |
উপর নিচে |
২. শঙ্কু কে "তিলুবাবু" সম্বোধন করে এল ডোরাডোর খবর দিয়েছিলেন যিনি |
৪. ইউরোপে একমাত্র শহর যেখানে ফেলুদা কেস সল্ভ করতে এসেছিলো |
৫. বীরেন্দ্র সেলভঙ্করের জার্মান নাম |
৭. এনার পদবী তে সিংহ থাকলেও , বাঘ মারতেন এনার ছোটবেলার বন্ধু |
৮. শঙ্কুর হিংসুটে প্রতিবেশী |
১১. যক্ষীর মাথাটা এই মন্দির থেকেই চুরি করেছিল চট্টরাজ |
১২. শঙ্কুর বানানো রোবট , যে কিনা ব্যোমযাত্রী ও ছিল |
১৩. ফেলুদার সামনে তিনবার আমনা সামনা হয় এই অবাঙালী দুশমনের |
১৫. জটায়ুর অমর সৃষ্টি |
১৬. শশধর বোসের ছদ্মনাম : ডাক্তার |