ড: তৃ ণা চ ক্র ব র্তী
ভারত
মেয়েটির হাত অবিশ্বাস্য সাদা
যেন বরফের নিচ থেকে এসেছে।
মেয়েটির মুখ গাঢ় লাল
যেন আগুনের খুব কাছে ছিল এতদিন।
তবে কি বরফ খুঁড়তে খুঁড়তে একদিন বেরিয়ে পড়ে আগুন?
না কি আগুনের ভেতর হাঁটতে হাঁটতে একদিন এসে পড়ে বরফের নদী?
এসব কিছু না জেনেই
আমি কেবল পেরতে থাকি।
বরফের পথ।
আগুনের পথ।