ফি রো জ
ভারত
চৈত্র মাসের খরায়,বৃষ্টি ধারার আশায়
যদি খোঁজো মেঘলা আকাশ।
হঠাৎ আসবো ধেয়ে,বইবো তোমায় ঘিরে
হয়ে আমি দখিনা বাতাস।
তখন শহর ছেড়ে,তোমায় নিয়ে যাব দূরে
যেখানে ফোটে পলাশ-শিমুল।
সেখানে দেব গুঁজে,তোমার চুলের ভাঁজে
এক থোকা বকুলের ফুল।
যদি বলো হবে না,ফুল তো নেবে না
তোমার আরো অন্য কিছু চাই।
তখন দু-হাত ভরে, দেব উজাড় করে
এক বিকাল স্নিগ্ধ কোপাই।