অ স্মি তা দে ব রা য় স র কা র
সুইডেন
মূর্তি থেকে দেবী হয়ে ওঠার পিছনের কারিগরদের আমাদের চেনা হয়ে ওঠেনা কখনও। সেই কুমোর পাড়ার ঘর্মাক্ত দুপুর আর অক্লান্ত বিকেলগুলোও যেন মিশে যায় দেবীর আদলে। শক্তির আসল শুরু বোধ করি তাদের থেকেই। তাদের হাতেই, যারা কাজ করে যায়!