Justice of multiverse- এককথায় মহাতারকাদের মহামিলন ! আমাদের শৈশবের ,যৌবনের নায়কদের একসাথে আনার দুঃসাহস দেখানোর জন্য লেখকের একটা আলাদা কুর্নিশ প্রাপ্য।
গল্প নিয়ে বিশেষ কিছু বলার নেই , আমাদের জীবনকালে’ দেখা আর একাত্ম হওয়া এক আলোড়নকারী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্প সরকার আর বিচারবিভাগের থেকে সুবিচারের আশা না রেখে আমাদের মনের সুপ্ত ইচ্ছেকে’বাস্তবায়িত করেছে কিছু বিকৃত মানসিকতার লোকজনকে ‘ভ্যানিশ’ করে। হয়তো এদের মূল কান্ডারীরা অধরা রইল, কিন্তু তাও কিছু আবর্জনা তো সাফ হলো -এই মানসিক সান্ত্বনা দিয়ে একটা আশার আলো জাগিয়ে রাখলো সূর্য।
আশা রইলো ভবিষ্যতে আরও সব দুর্দান্ত লেখা পাবো সূর্যের কলম থেকে।