যে জীবনের যে সময়ে প্রেম করেছে, তাদের অনুভূতি বা সিচুয়েশনাল চ্যালেঞ্জস আলাদা আলাদা হয়। নিজেকে হয়তো খুব একটা relate করতে পারিনি , কিন্তু তুয়া আর আকাশের প্রেমটা বেশ লেগেছে। ভাবছিলাম , এই রকম প্রেম হলেও মন্দ হতো না।
সুন্দর অনুভূতি পড়ার পর।
যদি আকাশের জীবন আর তার ভাবনা গুলো আরেকটু পেতাম লেখায় , তাহলে হয়তো আরো ভালো হতো।
Regards,
Nirupom Das