top of page
Writer's pictureSambandh

"দুষ্টু মিষ্টি প্রেমের গল্প" - প্রেমটা বেশ লেগেছে!

গল্পটি বেশ লাগলো। লেখনীতে ছোট্টখাট্ট মজার অনেক উপাদান ছিল।


যে জীবনের যে সময়ে প্রেম করেছে, তাদের অনুভূতি বা সিচুয়েশনাল চ্যালেঞ্জস আলাদা আলাদা হয়।  নিজেকে হয়তো খুব একটা relate করতে পারিনি , কিন্তু তুয়া আর আকাশের প্রেমটা বেশ লেগেছে। ভাবছিলাম , এই রকম প্রেম হলেও মন্দ হতো না।


সুন্দর অনুভূতি পড়ার পর।


যদি আকাশের জীবন আর তার ভাবনা গুলো আরেকটু পেতাম লেখায় , তাহলে হয়তো আরো ভালো হতো।  


Regards,

Nirupom Das

5 views
bottom of page